বাংলাধারা প্রতিবেদক»
দেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ১০ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নদীর রাউজান অংশের সোনাই মুখ স্লুইস গেট এলাকার শাখা খাল থেকে মাছটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হালদা গবেষক ও পরিবেশবিদ ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘আজ সকালে মোবারকখীলের জামতল এলাকার শাখা খাল থেকে ১০ কেজি ৭০০ গ্রামে ওজনের একটি মৃত ব্রুড কাতলা মাছটি উদ্ধার করা হয়েছে। মাছটি কিছুদিন আগে মরে পচে যায়। অবৈধবভাবে ব্যবহৃত জাল বা বড়শিতে আটকে মাছটি মৃত্যু হয়েছে।’
তিনি বলেন, ‘এভাবে মা মাছের মৃত্যু চলতে থাকলে খুব শীঘ্রই হালদা নদী মা মাছ শূন্য হয়ে যাবে। হালদা বাস্তুতন্ত্রকে মাছের নিরাপদ আবাসস্থল করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
উল্লেখ্য, এ নিয়ে গত জুলাই মাস থেকে পরপর তিনটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে হালদা নদী থেকে। এছাড়া মৃত ব্রুড কাতলা মাছ উদ্ধার হয়েছে ৪টি।
বাংলাধারা প্রতিবেদক













