৭ নভেম্বর ২০২৫

১২দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, ফিরে পেতে স্বজনদের আকুতি

বাংলাধারা প্রতিবেদক : মা-বাবার স্বপ্ন ছেলে ইশতিয়াক আহম্মদ শাওন পবিত্র কোরআনের একজন হাফেজ হবে। সেই ছেলেটি ১২ দিন ধরে নিখোঁজ। অনেক জায়গায় খুঁজেও মিলছে না তার সন্ধান। ছেলেকে হারিয়ে মা-বাবা এখন পাগলপ্রায়।

জানা যায়, গত ১ মে ইশতিয়াক আহম্মদ শাওন (১৫) ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর পানুয়া গ্রামের নিজ বাড়ি (অলি মিয়া মুন্সি বাড়ি) থেকে পশ্চিম কাশীপুর হাফেজিয়া মাদ্রাসায় যাবার কথা বলে বের হয়। তার পর থেকে সে আর বাড়ি ফিরেনি। ঘটনার ১০ দিন পর গত ১০ মে মাদরাসা থেকে যোগাযোগ করা হয় শাওনের বাসায়। শাওন কেন মাদ্রাসায় আসে না- একথা শুনে যেন আকাশ ভেঙে পড়ে শাওনের মা নাজমা আক্তারের মাথায়। এরমধ্যে শাওনের আত্মীয় স্বজনরা শুরু করে দেয় খোঁজাখুঁজি। মাইকিংসহ বিভিন্ন স্থানে খুঁজেও মেলে না কোনো প্রকার খোঁজ। শাওনকে অনেক চেষ্টার পরও খুঁজে না পেয়ে মা নাজমা আক্তার ১০ মে ফেনীর ছাগলনাইয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন (নম্বর- ৪৮৪)। শাওন ছাগলনাইয়া উপজেলার পশ্চিম কাশীপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

শাওনের জেঠা আবুল কালাম জানান, পশ্চিম কাশীপুর হাফেজিয়া মাদ্রাসায় আবাসিকের একজন নিয়মিত ছাত্র। পবিত্র কোরআন শরীফের ১৩ পারা তার মুখস্ত। গত কিছুদিন আগে সে বাড়িতে ঘুরতে আসে। গত ১ মে আবার মাদ্রাসার উদ্দেশে চলে যায়। কিন্তু গত বুধবার সকালে মাদ্রাসা থেকে জানানো হয়, শাওন মাদ্রাসায় ফেরেনি। বিষয়টি রহস্যজনক।

শাওনের মা নাজমা আক্তার বলেন, ‘আমার কোনো শত্রু নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেন।’

নিখোঁজ শাওনের আরেক স্বজন মো. আবদুল্লা বলেন, ‘শাওন অনেক সভ্যশান্ত একটা ছেলে। বেশ কিছুদিন ধরে শাওন নিখোঁজ আছে। প্রশাসনের কাছ আমার অনুরোধ শাওনকে যেন খুঁজে পেতে সাহায্য করে।
এছাড়াও নিখোঁজ শাওনের কোন সন্ধান পেলে সংশ্লিষ্ট থানা পুলিশ অথবা এই ০১৮২৭৬৫০৮২১ মোবাইল নম্বরে জানানোর অনুরোধ করছি।

ছাগলনাইয়া থানার কর্তব্যরত পুলিশ অফিসার নজরুল ইসলাম সাধারণ ডায়েরি (জিডি) সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বাংলাধারাকে বলেন, ‘ছেলেটিকে এখনো খুঁজে পাওয়া সম্ভব হয়নি, তবে আমরা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ