নিজস্ব প্রতিবেদক »
খাগড়াছড়িতে অভিযান চালিয়ে ১৩৮ বোতল বিদেশি মদসহ অতুল চাকমা (৩৯) ও অনন্ত চাকমা (৩৪) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ ।
মঙ্গলবার (৫ জুলাই) খাগড়াছড়ি জেলার সদর থানার হাতির কবর এলাকায় থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার।
তিনি জানান, আটক মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য (বিদেশী মদ) বিক্রির উদ্দেশ্যে খাগড়াছড়ি জেলার সদর থানার হাতিরকবর এলাকায় অবস্থানকালে র্যাব-৭ এর একটি আভিযানিক দল তাদের আটক করে। তাদের হাতে থাকা ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৩৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য (বিদেশি মদ) সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে কিনে তা খাগড়াছড়ি জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
আটককৃতদের মাদকদ্রব্যসহ পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এসআরটি













