২৬ অক্টোবর ২০২৫

১৫ নভেম্বর থেকে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা

বাংলাধারা ডেস্ক »

আগামী ১৫ নভেম্বর থেকে অফিস সময়ে পরিবর্তন আসতে যাচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের সরকারি বেসরকারি এবং স্বায়িত্বশাসিত অফিসের সময় হবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা।

সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিং এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, শীতকাল শুরু হয়ে যাবে শিগগির। যে কারণে বিদ্যুতের চাহিদা হয়তো কমে আসবে। তাই নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, সরকারি, বেসরকারি, আধা সরকারি এবং স্বায়ত্বশাসিত সব ধরনের অফিসের জন্য এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এর আগে গত আগস্টে জ্বালানি সংকটের কারনে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিস সময় সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়।

আরও পড়ুন