২৮ অক্টোবর ২০২৫

১৬০ টাকার ব্লিচিং পাউডার ১০০ টাকায় বিক্রি !

হাটহাজারী উপজেলায় একটি দোকানে বাড়তি দামে ব্লিচিং পাউডার বিক্রি করায় এক দোকানিকে সতর্ক করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৭ কেজি ব্লিচিং পাউডার জব্দ করা হয়।

রোববার (২৯ মার্চ) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, আধা কেজির চেয়েও কম এক প্যাকেটের দাম ৮০ টাকায় বিক্রি করছিল। আর এক কেজির দাম চায়১৬০ টাকা।দামাদামি করলে দোকানী বলে ব্লিচিং পাউডার নাই। পরে দোকান তল্লাশি করে ৭ কেজি ব্লিচিং পাউডার জব্দ করা হয়েছে। দোকানির মুচলেকা নেয়া হয় এবং ঘটনাস্থলেই ১০০ টাকা কেজি বিক্রি করে দোকানদার কে টাকা দিয়ে দেয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন