বাংলাধারা প্রতিবেদক »
নগরীর আসকার দীঘির পাড়ে যুবকের কাঁচের টুকরার আঘাতে আহত তিন সন্তানের জননী রোখসানা ১৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার সকালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিউতে মারা যান।
রোখসানা চুনতি হাফেজিয়া আদর্শ দাখিলা মাদ্রাসা ও চুনতি শাহ্ হাফেজিয়া রহমানিয় আদর্শ হেফজখানা ও এতিমখানা সম্মানিত সদস্য, তামাকুমুন্ডি লেইন বণিক সমিতির প্যারামন্ড সিটির ব্যবসায়ী মো. ইব্রাহিমের সহধর্মিনী।

এর আগে গত ১১ মে সকাল ৮টার দিকে বাচ্চাকে স্কুলে পৌঁছে দিয়ে তার বাসা ফেরার সময় আসকার দীঘির উত্তর পাড় এলাকার প্রধান সড়কে গৃহবধু রোকসানাকে কাঁচের টুকরা দিয়ে আঘাত করে রিপন নামে এক যুবক। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত করে ওই যুবককে আটক করে পুলিশ।
গ্রেফতার রিপন ব্রাক্ষনবাড়িয়া জেলার আখাউড়া থানার হযরত আলীর বাড়ির আবুল কালামের ছেলে। সে নগরীর কাজির দেউড়ি এলাকায় দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন বলে জানিয়েছে পুলিশ।













