ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগামী ১৬ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকবে। ওইদিন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বিশ্বরোড এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর দুই ঘণ্টার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাময়িক যানচলাচল বন্ধ থাকবে। মিরসরাইয়ের জোরারগঞ্জ বিশ্বরোড এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপন করা হবে।
প্রকৌশলী পিন্টু চাকমা আরও বলেন, ওই সময় কেবল ঢাকা অভিমুখী যানবাহনগুলো বিকল্প সড়ক হিসেবে বারইয়ারহাট-জোরারগঞ্জ (পুরাতন মহাসড়ক) দিয়ে চলাচল করতে পারবে।













