চট্টগ্রাম নগরীর খুলশী থানার একটি ডাকাতির মামলায় ১৭ বছরের সাজা মাখায় নিয়ে ১৭ বছর পলাতক ছিলেন বিহারী শামীম। ২০০৬ সালের দায়ের করা ওই ডাকাতির মামলায় দীর্ঘ ১৭ বছর আত্মগোপনে থেকেও শেষরক্ষা হয়নি শামীমের।
বুধবার (৭ জুন) রাতে নগরের ওয়ার্লেস এলাকা থেকে তাকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।
গ্রেফতারকৃত শামীম নগরীর খুলশী থানার ডিজেল কলোনীর মাঠ এলাকার আজিম সরকারের ছেলে।
বৃহস্পতিবার (৮ জুন) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, চট্টগ্রাম নগরীর খুলশী থানার বাঘঘোনা মোড়ে অ্যাডভোকেট আব্দুস ছাত্তারের বাসায় ডাকাতির মামলায় শামীমকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের পর গ্রেফতার এড়াতে সে দীর্ঘ ১৭ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। ১৭ বছর পর বুধবার (৭ জুন) রাতে নগরের ওয়ার্লেস এলাকা থেকে শামীমকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি বর্ণিত মামলার সাজাপ্রাপ্ত আসামী বলে স্বীকার করেছে। শামীমের বিরুদ্ধে এই মামলা ছাড়াও হত্যা, ডাকাতিসহ তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।