চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা পুলিশের বিশেষ সন্ত্রাসবিরোধী অভিযানে নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এহতেশামুল হক ওরফে হানিফুল হক ওরফে ভোলা (৪৮) গ্রেপ্তার হয়েছেন।
তিনি আলোচিত সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলার একজন আসামি।
বুধবার রাত ৯টার দিকে বাকলিয়া থানাধীন কল্পলোক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।
পুলিশ জানায়, গ্রেপ্তার এহতেশামুল হক ভোলা বাকলিয়া রাজাখালী বিশ্বরোড এলাকার বাসিন্দা। তিনি মৃত সিরাজুল হকের ছেলে।
পুলিশের তথ্যমতে, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ভোলার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৮টি মামলা রয়েছে। নগরের বাকলিয়া এলাকায় তিনি দীর্ঘদিন ধরে ত্রাস হিসেবে পরিচিত ছিলেন এবং সেখানে তার নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনী সক্রিয় ছিল।
এর আগে চট্টগ্রাম নার্সিং কলেজের জ্যেষ্ঠ শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলাতেও গ্রেপ্তার হয়েছিলেন ভোলা। ২০১৫ সালের ১০ জানুয়ারি পাঁচলাইশ থানার তেলিপট্টি এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলায় অঞ্জলী রানী দেবী নিহত হন। ওই ঘটনায় তার স্বামী ডা. রাজেন্দ্র চৌধুরী পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তী সময়ে মামলাটির তদন্ত পুলিশ ও গোয়েন্দা পুলিশের কাছে ন্যস্ত হয়। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ৫ জুন নগরের ও আর নিজাম সড়কে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় তার স্বামী বাবুল আক্তার এসপি পদে পদোন্নতি পেয়ে ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দিয়েছিলেন।
মিতু হত্যাকাণ্ডের ২৩ দিনের মাথায় পুলিশ ভোলাকে তার এক সহযোগী মো. মনিরসহ গ্রেপ্তার করে। পুলিশের তদন্তে উঠে আসে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহের সঙ্গে ভোলার সম্পৃক্ততা ছিল।
সবশেষ অঞ্জলী রানী হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান এহতেশামুল হক। ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে গত ১৯ আগস্ট আদালত আপিলটি খারিজ করে দেন।
পুলিশ জানায়, ভোলার বিরুদ্ধে চান্দগাঁও থানায় ১১টি, বাকলিয়া থানায় ৬টি ও পাঁচলাইশ থানায় ১টিসহ মোট ১৮টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, হত্যা, হত্যা চেষ্টা, ডাকাতি, চুরি, ছিনতাই ও বিশেষ ক্ষমতা আইনের মামলাও রয়েছে। কয়েকটি মামলায় তার সাজা হলেও অনেক মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
এদিকে, চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় অস্ত্র উদ্ধারের সূত্র ধরে এক সময় সাবেক এসপি বাবুল আক্তারের সোর্স হিসেবে পরিচিত ভোলার নাম আলোচনায় আসে। পরে ২০১৬ সালের ২৭ জুন নগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানতে চাইলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, পুলিশের বিশেষ অভিযানে এহতেশামুল হক ওরফে ভোলা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।













