বাংলাধারা ডেস্ক »
দেশজুড়ে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে। এই লকডাউন চলকালীন সীমিত আকারে খোলা থাকবে ব্যাংক। তবে এর আগের তিন দিন ব্যাংকিং কার্যক্রম চলবে আগের নিয়মেই। ১ জুলাই থেকে নতুন নিয়মে ব্যাংক লেনদেন হবে।
রোববার (২৭ জুন) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ব্যাংকগুলোর জুন ক্লোজিংয়ের সময় এখন। তাই, ব্যাংকের কার্যক্রমের সময়সূচি পরিবর্তন করার কোনো সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় ব্যাংক। তবে, লকডাউনের মেয়াদ বাড়লে জুন শেষে আমরা এ বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো।’
চলমান নিয়ম অনুযায়ী এখন ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত চলছে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকেল ৫টা পর্যন্ত ব্যাংক খোলা থাকছে। একই নিয়মে চলবে ব্যাংকের কার্যক্রম।
এর আগে গতকাল শনিবার (২৬ জুন) স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত হয়- ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হবে। সর্বাত্মক লকডাউনেও শিল্প কল-কারখানা খোলা থাকবে। এই সময়ে রফতানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবা খোলা রাখা হতে পারে।
বাংলাধারা/এফএস/এআর













