চট্টগ্রামের বোয়ালখালীতে ২০০ লিটার মদসহ রুবেল দে (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামের নন্দীপাড়া থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তেঁতুল গাছের গোড়ায় বিক্রির উদ্দেশ্য রাখা প্লাস্টিকের বস্তা ভর্তি ২০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
আটককৃত রুবেল একই এলাকার দক্ষিণ জৈষ্ঠ্যপুরার সুনীল দে’র ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, রুবেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আজ রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।













