বাংলাধারা প্রতিবেদন »
দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। দুই দফা স্থগিত হওয়ার পর অবশেষে ভার্চুয়াল মাধ্যমে এই সম্মেলন করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
ধার্য করা হয়েছে সম্মেলনের দিন-ক্ষণও। ১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ভার্চুয়াল সম্মেলন।
সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর কমিটি গঠন করার নিয়ম রয়েছে। কিন্তু গত ২০ বছরেও সম্মেলন না হওয়ায় এ নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন দলীয় নেতা-কর্মীরা। ক্ষোভ প্রকাশ করে আসছিলেন অনেকে। তবে এবার সম্মেলনের তারিখ ঘোষণায় উজ্জীবিত হয়েছেন নেতা-কর্মীরা।
জানা গেছে, ১৯ জুন নগরের লালখান বাজার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ত্রি-বার্ষিক এই সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন। তবে সম্মেলনে দ্বিতীয় অধিবেশন শেষে পরদিন কমিটির নাম ঘোষণা করা হবে।
নেতা-কর্মীরা বলছেন, নগর স্বেচ্ছাবেসক লীগ দু্ই ধারায় বিভক্ত। তাদের কোন অনুসারীকে কোন পদ দিবেন, কমিটির দায়িত্ব কাকে দেবেন, কাকে বাদ দেবেন- সেই চিন্তায় থানা ও ওয়ার্ড কমিটি দিতে পারেনি আহ্বায়ক কমিটি। একই কারণে দীর্ঘদিন সম্মেলনও হয়নি। আসন্ন সম্মেলনে দুই পক্ষ থেকে কমপক্ষে ১০ জন অনুসারী আলোচনায় রয়েছেন। এদের মধ্য থেকে নতুন নেতৃত্ব আসবে বলে তাদের ধারণা।
বাংলাধারা/এফএস/এআই













