বাংলাধারা প্রতিবেদন »
বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটরা ২২৫ মিলিয়ন ডলার আয় করছে। দক্ষতা সম্পন্ন জাতি তৈরী করছে শিক্ষা মন্ত্রনালয়। আধুনিক বিশ্বমানের শিক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। শ্রম বাজারে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সেই চাহিদা মেটাতে বদ্ধপরিকর শিক্ষা বিভাগ।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।
দীপুমনি বলেন, মেরিন একাডেমি করাচিতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু তা আবার ফিরিয়ে আনেন।
তিনি বলেন, শুরু থেকে বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটরা ২২৫ মিলিয়ন ডলার আয় করছে। প্রধানমন্ত্রী ২০১৮ সাল থেকে ক্যাডেটদের প্রশিক্ষণ ফি হ্রাস করেছেন।
তিনি বলেন, নারীর ক্ষমতায় বিশ্বে ১০তম। দেশে বিদেশে নারী ক্যাডেটরা সফলতার সাথে কাজ করছে। জাতির পিতার আদর্শে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ক্যাডেটদের ভূমিকা রাখতে হবে।
এর আগে শিক্ষামন্ত্রী ৫৪তম ব্যাচের প্যারেড পরিদর্শন এবং পরে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ শিক্ষামন্ত্রীর সঙ্গে প্যারেড পরিদর্শন করেন।
বাংলাধারা/এফএস/টিএম
				












