বোয়ালখালী প্রতিনিধি »
মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় ১৬০টি পরিবারকে ভূমি ও গৃহ উপহার দেওয়া হয়েছে।
দুই শতক জায়গায় এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘর ও দুই শতাংশ জমির দলিল বুঝিয়ে দেয়ার মাধ্যমে আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোয়ালখালী উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।
উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্টপুরা ফতেয়ারখীলে ১ একর জায়গায় ১ম ও ২য় পর্যায়ে ২০টি করে মোট ৪০টি, ৩য় পর্যায়ে সারোয়াতলি ইউনিয়নে ২ একর ৭৩ শতক জায়গায় ৬০টি ঘর দেওয়া হয়েছে। ওইদিন আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের গুচ্ছ গ্রামে ১ একর ৫৯ শতক জায়গায় ৪র্থ পর্যায়ে ৫৩টি ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দেওয়ায় মধ্য দিয়ে শতভাগ ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস।

আশ্রয়ণ প্রকল্পগুলো ঘুরে দেখা গেছে, সময়ের সাথে বদলে গেছে ছিন্নমূল মানুষের জীবনযাত্রা। প্রকল্প থেকে পাওয়া পাকা আধাপাকা বাড়িতে বাস করছেন তারা। সেই বাড়ির সামনেই আবাদ করছেন শাক-সবজির।
শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকারম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে গৃহহীন এই মানুষেরা তাদের ভাগ্যের চাকা নতুনভাবে ঘুরাতে শুরু করেছেন।
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির সুফল পেতে শুরু করেছে তারা।
উপজেলা নির্বাহী অফিসার মো মামুন বলেন,বোয়ালখালী উপজেলাটি ভূমি ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে। আগামী বুধবার ২২ মার্চ সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই শতাংশ করে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করার মাধ্যমে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। এরপর প্রাকৃতিক কোনো কারণে কেউ নতুনভাবে ভূমি ও গৃহহীন হয়ে পড়লে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।













