আগামী ২৫ জানুয়ারি বন্দরনগরী চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বেলা ১১টায় নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি ভাষণ দিবেন। দীর্ঘ প্রতীক্ষিত এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। জনসভাস্থলকে বর্ণিল সাজে সাজানোর পাশাপাশি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
রবিবার (১৮ জানুয়ারি) ফলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করে এসব কথা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মেয়র মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে মহাসমাবেশে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণ নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, দীর্ঘ প্রায় ২১ বছর পর চট্টগ্রামে আসছেন আমাদের দলের প্রধান তারেক রহমান। তার আগমনকে ঘিরে চট্টগ্রামের মানুষের মনে বেশ উন্মাদনা কাজ করছে। চট্টগ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারেক রহমানকে বরণ করে নিতে। আগামী ২৫ জানুয়ারি তিনি ঐতিহাসিক ফলোগ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দিবেন। তার কথা শুনতে চট্টগ্রামবাসী মুখিয়ে আছে। শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয়, আপামর জনসাধারণ উনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা আশা করি এই জনসভা, জনসমুদ্রে পরিণত হবে।
তিনি বলেন, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নগরী। এই মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি মহাসমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।













