বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম উত্তর জেলার নেতা, ক্রীড়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক-ক্রীড়া সংস্থা জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন, আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন।
তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্রপ্রহরী বিএনপির নব-নির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রামে আগমন অত্যন্ত ইতিবাচক।
মাসুম আরও বলেন, চট্টগ্রামবাসী অতীতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও চট্টগ্রামের ঐতিহ্য রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। বিএনপির নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে চট্টগ্রামবাসী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতান্ত্রিক পরিবেশ উত্তোরণের জন্য একাগ্রচিত্তে প্রস্তুতি গ্রহণ করেছে।
তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলের সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করতে দেশবাসীর প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিনকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করে তারেক রহমানের হাতে এ আসন উপহার দেওয়ার জন্য এলাকার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক জনসভা সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি গতকাল রাত ৮টায় উত্তর হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে স্থানীয় ক্লাব মাঠে আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রবীণ বিএনপি নেতা আমীর আহমদ বাচার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ৩নং মির্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুহাম্মদ ইয়াকুব মেম্বার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামাদলের যুগ্ম আহ্বায়ক মাওলানা নুরুল আবসার আনসারী, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ মুহাম্মদ খোরশেদুল আলম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা নাছির আহমদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম বাচা, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ শাহীনুল হক শাহেদ মেম্বার, সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ আবুল বশর, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, হাটহাজারী উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আঁখি আক্তার।
এছাড়াও বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মো. মোর্শেদুল আলম, বিএনপি নেতা মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ বাদশা আলম, বিএনপি ও বৌদ্ধ ফোরাম নেতা যীশু বড়ুয়া, মির্জাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাফ্ফর, মির্জাপুর ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুর রহমান বিশ্বাস, আহমদ মিয়া, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মুহাম্মদ আমীর হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল রানা বাবলু, ইউনিয়ন যুবদল নেতা মুহাম্মদ রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি মাসুম বলেন, চট্টগ্রামে তারেক রহমানের আগমন ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে।
সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া করা হয়।













