৭ নভেম্বর ২০২৫

২৫ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন হয়নি : চার্মিং চাকমা

বান্দরবান প্রতিনিধি »

ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চার্মিং চাকমা বলেন, ‘আমরা দীর্ঘ দুই যুগের সশস্ত্র সংগ্রাম ও অনেক ত্যাগ স্বীকার করে ১৯৯৭ সালে সরকারের সাথে শান্তিচুক্তি করেছি। কিন্তু দীর্ঘ ২৫ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন হয়নি।’

শুক্রবার (১০ জুন) সকালে বান্দরবান হিল ভিউ কন্ফারেন্স হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চার্মিং চাকমা তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের একমাত্র লড়াকু রাজনৈতিক সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ। ১৯৮৯ সালে পাহাড়িদের নারকীয় গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকার রাজপথে মৌন মিছিলে মাধ্যদিয়ে এ সংগঠনের জন্ম এবং ভূমিকা অপরিসীম। আমাদের পার্বত্য চুক্তির বাস্তবায়নে আন্দোলনের বিকল্প নেই।

তিনি আরও বলেন, সামনে যত বাধা-বিপত্তি আসুক না কেন, ছাত্র ও যুব সমাজকে আন্দোলন মুখ্য ভূমিকা পালন করতে হবে। কিন্তু কিছু স্বার্থন্বেষীর অপকর্মের ফলে চুক্তি বাস্তবায়নে বিলম্ব হচ্ছে।

বান্দরবান পাহাড়ি ছাত্র পরিষদ আয়োজনে ‘জুম্মদের অস্তিত্ব সংগ্রামে তরুণ ছাত্রের জনতা ঐক্যবদ্ধ হওয়া বলেন বিকল্প নাই’ প্রতিপাদ্যে টিটিসি-টিএসসি, বালিকা উচ্চ বিদ্যালয় ও ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়

সংগঠনের জেলার সভাপতি শ্রী: উচিং মারমা’র সভাপতিত্বে বান্দরবান জেলা ইউপিডিএফ গণতান্ত্রিক সভাপতি মংপু মারমা, সাধারণ সম্পাদক উবামং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক রামথংসাং বম মালেকসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ