বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে ২৬ বছর পর নতুন মুখ পেলো ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড আওয়ামীলীগ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে নৌকার জয়লাভে সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিকল্প নেই।স্বাধীনতাবিরোধী পরাশক্তি ও অগ্নিসন্ত্রাস নির্মূলে সাধারণ জনগণ নৌকায় ভোট দিবে।’
সম্মেলন শেষে মো. আসলামকে সভাপতি ও জিয়াউল হক সুমনকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে তৃণমূলের নেতাকর্মীদের পদায়ন করায় খুশি নেতাকর্মীরা।













