১ নভেম্বর ২০২৫

২৭ রানে শেষ টি-টোয়েন্টি জিতলো নিউজিল্যান্ড

বাংলাধারা প্রতিবেদন»

কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ খেলায় ১৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে ২০ ওভার শেষে ২৭ রানে হেরেছে বাংলাদেশ। যার ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে নিউজিল্যান্ড।

অ্যালান ও টম ল্যাথামের ঝড়ো ইনিংসে শেষ ম্যাচে ৫ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫০* রান করেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। এছাড়া ৪১ রান করেন ওপেনার ফিন অ্যালান। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৪ করে বাংলাদেশ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ