কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার সদরের ঝিলংজা সরকারি কলেজ গেইট এলাকার সড়ক থেকে ৮০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী দুজনকে কোটি টাকার ইয়াবাসহ দুই (একজন রোহিঙ্গা) মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।
বৃহষ্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোররাত ১টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলো- উখিয়ার কুতুপালং ২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত কলিমউল্লাহর ছেলে নাজমুল হুদা (৩০) ও রামু থানার চেইন্দা খনদকারপাড়ার ছলিম উল্লাহ মেম্বারে ছেলে মো.শরিফ (৪২)।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদে র্যাব-১৫ খবর পায় একটি মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামে ইয়াবা পাচার করছে দুজন ব্যক্তি। এর ভিত্তিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজার সদরের সরকারি কলেজ এলাকায় চেকপোস্ট বসানো হয়।
তথ্যমতে, একটি এফজেট মোটরসাইকেল নিয়ে দুজন ব্যক্তি ঘটনাস্থলে আসেন। র্যাব দেখে মোটর সাইকেল ফেলে পালিয়ে যেতে চেষ্টা করে তারা। ধাওয়া দিয়ে তাদের ধরে জানা গেছে তাদের একজন রোহিঙ্গা অপরজন বাংলাদেশি। এসময় গাড়িতে তাদের সাথে থাকা ট্রলি ব্যাগ ও কাপড়ের ব্যাগ তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৭ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্ত করার হয়েছে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি মাসুম খান।
বাংলাধারা/এফএস/এএ













