বাংলাধারা প্রতিবেদন »
সম্প্রতি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে বলা কিছু কথার সূত্র ধরে অনেক সংবাদমাধ্যম জানায় এ মাসের ২৮ তারিখ ক্রিকেটে ফিরছেন সাকিব। তবে বাস্তবে এটি একটি গুজব। সেদিন শুধুমাত্র অতিথি হিসেবে মাঠে থাকবেন তিনি।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করতে চলেছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশন (এবিএএসই)। সংস্থাটির পোস্ট করা একটি ভিডিওতে সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়া-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের আমন্ত্রণে ২৮ মার্চ ইন্ডিপেন্ডেন্ট ডে চ্যারিটি ক্রিকেট ফেস্টে অংশ্রগ্রহণ করতে আমি আসছি মেলবোর্নে। আশা করি আপনাদের সবার সঙ্গে দেখা হবে।’
এই কথার সূত্র ধরে বিভিন্ন সংবাদমাধ্যম সাকিব খেলায় ফিরছেন বলে খবর প্রকাশ করে। তবে বিষয়টি সঠিক নয়।
এ ব্যাপারে টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান এবিএএসই-এর সাধারণ সম্পাদক আসকর বিন আশরাফ বলেছেন, ‘খেলতে নয়, অনুষ্ঠানে যোগ দিতে সাকিব আল হাসানকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। ’
এই ম্যাচকে ঘিরে বিশেষ মেলার আয়োজন করা হচ্ছে অস্ট্রেলিয়ায়। এছাড়া সাকিব আল হাসানের সঙ্গে ডিনার করার সুযোগও থাকছে বলে জানিয়েছেন আয়োজকরা।
জুয়াড়ির প্রস্তাব গোপন রাখার অভিযোগে গত বছরের ২৯ অক্টোবর সবধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করে আইসিসি। তাই আরো কয়েক মাস পূর্ণ হওয়ার আগে তার বাইশ গজে ফেরার কোনো সম্ভাবনা নেই।
বাংলাধারা/এফএস/টিএম
 
				












