দুই কেজি গাজাসহ নুর আহম্মদ (৩৫) নামের এক যুবককে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানাধীন চামড়ার গুদাম খালপাড়স্থ মনির এর তেলের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী নুর আহম্মদ সিলেট জেলার কানাইঘাট থানার উত্তর নিচ্চাউর গ্রামের নুরুজ্জামানের বাড়ির নুরুজ্জামানের পুত্র। সে বর্তমানে কোতয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশনে ভাসমান জীবনযাপন করে।
কোতয়ালী থানার এসআই নয়ন বড়ুয়া বলেন, গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে চামড়ার গুদাম এলাকায় অবস্থানের গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নুর আহম্মদকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী বিভিন্ন উৎস থেকর স্বল্প মূল্যে গাঁজা কিনে চট্টগ্রাম শহরে বেশী মূল্যে বিক্রয় করার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।













