বাংলাধারা প্রতিবেদক »
আল নাহিয়ান বিন হাসান। বয়স সবে মাত্র ২ বছর ১০ মাস। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা এক মামলায় আসামির তালিকায় উঠেছে এই শিশুর নাম! শুধু তাই নয়, ওই মামলায় আসামি করা হয়েছে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগকেও।
বুধবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে পাপ্পী ও ববির প্রতিষ্ঠানের ম্যানেজার পরিচয়ে মফিজুল ইসলাম নামের একজন চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন৷ মামলায় শিশু আল নাহিয়ান বিন হাসান সহ আরও ৮ জনের নাম উল্লেখ করা করা হয়৷
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুরির মামলার আসামি পাপ্পী ও তার ভাইয়ের বিরুদ্ধে করা মামলার কাউন্টার দিতেই হয়রানির উদ্দ্যেশ্যে ঢালাও অভিযোগ তুলে কথিত ম্যানেজার মফিজকে দিয়ে পাল্টা মামলাটি দায়ের করেছে বলে অভিযোগ তুলেছেন শিশুর পিতা মোহাম্মদ হাসান।
সংশ্লিষ্ট খবরঃ পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে মালামাল লুটের চেষ্টা, থানায় মামলা
তিনি বলেন, ‘চুরির মামলার এজাহারভূক্ত আসামি দুই সহোদর পাপ্পি ও ববির বিরুদ্ধে আমি গত ১৪ নভেম্বর সুস্পষ্ট তথ্য প্রমানসহ সাইবার ট্রাইব্যুনালে মামলা করি৷ এর আগে আমার মালামাল চুরির সময় চান্দগাঁও থানা পুলিশের হাতে আটকের ঘটনায় ৫ নভেম্বর আমার অফিস ম্যানেজের বাদি হয়ে যে মামলা দায়ের করেছে সেটির এজাহারভূক্ত আসামি পাপ্পি ও ববি শুধুমাত্র আমাকে হয়রানী করতে ঢালাও অভিযোগ তুলে কথিত ম্যানেজার মফিজকে দিয়ে পালটা মামলাটি দায়ের করেছে৷’
তিনি আরও বলেন, ‘কাউন্টার মামলা হিসেবে তড়িঘড়ি করে মামলাটি করা হয়েছে। তাই আসামির নামের তালিকায় আমার ২ বছর ১০ মাস বয়সী শিশুর নামটি ঢুকিয়ে দেয়া হয়েছে।’ বিষয়টি আইনীভাবেই মোকাবেলা করবেন বলে জানান মো. হাসান।
খোঁজ নিয়ে জানা গেছে, আল নাহিয়ান বিন হাসান বলে যে আসামির নাম উল্লেখ করা হয়েছে সেই আল নাহিয়ান বিন হাসান ২ বছর ১০ মাস বয়সী শিশু। শিশুটির পাসপোর্টে তার জন্ম তারিখ ১৬ জানুয়ারী ২০২০ উল্লেখ আছে।
জানা যায়, সম্প্রতি পুলিশ পরিচয়ে ‘হাসান বিল্ডার্স’ নামে একটি প্রতিষ্ঠানের ড্রেজারের মালামাল চুরির ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার। যে মামলার অন্যতম আসামি ‘বোয়ালখালীর বাদশা’ খ্যাত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনছুর আলম পাপ্পী ও তার ভাই ববি। ওই মামলায় জামিন পেলেও মোহাম্মদ হাসানের ওপর ক্ষিপ্ত হন এই দুই ভাই।
সংশ্লিষ্ট খবরঃ ‘বোয়ালখালীর বাদশা’ পাপ্পীর কাঁধে এবার আইসিটি আইনের মামলা
এদিকে জামিন পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘হাসান বিল্ডার্স’ নামক ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ হাসানকে নিয়ে বিব্রতকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন পাপ্পী ও তার ভাই। এরপরই দুই ভাইসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রামের সাইবার ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন মোহাম্মদ হাসান।
মামলার আসামি উপজেলা আওয়ামী লীগও!
এদিকে মামলার ৬ নম্বর আসামির নাম হিসেবে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগে দেখে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ সচরাচর পেইজের এডমিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও এক্ষেত্রে সরাসরি একটি উপজেলা আওয়ামী লীগের নাম উল্লেখ করায় স্থানীয় আওয়ামী লীগ নেতারাও বিব্রত হয়েছেন।
এই বিষয়ে আবেদনকারীর আইনজীবি ও বাদির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী থানায় পাপ্পীর বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা হয়েছিল। চুরির ঘটনায় ২০১১ সালের ১৬ অক্টোবর রাজধানীর নিউমার্কেট থানায়ও তার বিরুদ্ধে মামলা হয়।
বাংলাধারা/আরএইচআর













