বাংলাধারা প্রতিবেদন »
মিরসরাইয়ে অবস্থিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইকোনোমিক জোনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর কেন্দ্রীয় মসজিদ’এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (পহেলা জুলাই) মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) চেয়ারম্যান পবন চৌধুরী।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের অভ্যন্তরে ২১২ একর বিশিষ্ট শেখ হাসিনা সরোবরের পাশে ২.৬ একর জমিতে ২০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে দৃষ্টিনন্দন এই কেন্দ্রীয় মসজিদ।
বেপজা চেয়ারম্যান পবন চৌধুরী বাংলাধারাকে জানান, ‘আজ ভার্চুয়ালি মিরসরাই ইকোনোমিক জোনে ‘বঙ্গবন্ধু শিল্পনগর কেন্দ্রীয় মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। যদিও আগামীকাল ২ জুলাই ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা থাকলেও লকডাউনের কারণে একদিন আগে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।’
বাংলাধারা/এফএস/এআই













