২৫ অক্টোবর ২০২৫

৩০০ বিকৃত ভিডিও করে অবশেষে ধরা !

জালালউদ্দিন সাগর »

স্কুল-কলেজ আর বিলাসবহুল শপিং কম্পলেক্সের সামনে ঘুরে গোপন ক্যামেরায় ওঠতি বয়সী মেয়ে ও নারীদের বিকৃত ভিডিও ধারণ করে অবশেষে ধরা খেলেন বিকৃত মানসিকতার এক প্রকৌশলী।

ফেইজবুক পেইজে নারীদের অশালীন ভিডিও প্রকাশ অভিযোগে আজ ৩ জুলাই সকালে চট্টগ্রামের সিতাকুণ্ড এলাকা থেকে মুক্তাদির নামে ওই প্রকৌশলীকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেওফতারকৃত মোক্তাদির বিকৃত মানসিকতা সম্পন্ন। স্কুল-কলেজ আর শপিং মলের সামনে ঘুরাঘুরি করে ওঠতি বয়সী মেয়ে ও নারীদের ভিডিও ধারণ করে কুরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে ফেইসবুকে প্রচার করে আনন্দ পান।

নগর গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা গেছে, ধৃত গোলাম মোক্তাদির প্রায় ৩০০টি অশালীন ভিডিও ধারন করে। এর মধ্যে নগরীর বাওয়া স্কুল পড়ুয়া মেয়েদের ১৮ টি ভিডিও রয়েছে।

এসব ভিডিও টপ ফান গ্রুপ নামে একটি পেইজে আপলোড দিয়ে নানান কুরুচিপূর্ণ কথা লিখেন।

সূত্র জানায়, গোলাম মোক্তাদি’র গ্রামের বাড়ি গাইবান্দা। সেখান থেকে তিনি গত বছর প্রকৌশল বিদ্যায় ডিপ্লোমা ডিগ্রি আর্জন করেন।

চলতি বছর জানুয়ারি মাসে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকুরী নিয়ে চট্টগ্রামে আসেন তিনি।

প্রতিষ্ঠানটি নগরী লালখান বাজার সংলগ্ন বাওয়া স্কুলের পাশে হওয়ায় অফিসে যাতায়াতের সময় বাওয়া স্কুলের মেয়ে ও অভিভাবকদের দেখে ভিডিও ধারণের বিকৃত মানসিকতা দেখা দেয় বলে পুলিশের কাছে স্বীকার করেন তিনি।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, ফেসবুকে প্রতিদিন বিকৃত ক্যাপশন দিয়ে এসব ভিডিও ওই পেজে শেয়ার করতেন। ওই পেজে প্রায় সাড়ে ৩৪ হাজার সদস্য রয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন