১৭ ডিসেম্বর ২০২৫

৩১শে মার্চের মধ্যে হোল্ডিং ট্যাক্স দিলে সারচার্জ মওকুফ

বাংলাধারা প্রতিবেদন  »

হোল্ডিং ট্যাক্স দিলে সারচার্জ মওকুফের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আগামী ৩১শে মার্চ পর্যন্ত কোন প্রকার সারচার্জ ছাড়াই হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধ করা যাবে।

সোমবার (১ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নগরবাসীকে এই বিশেষ সুবিধা প্রদান করা হবে এতে উল্লেখ করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার সকল হোল্ডিং মালিক, সাধারণ ব্যবসায়ী, শিল্প কারখানার মালিক, পেশাদার ব্যক্তি, হাসপাতাল মালিক, গার্মেন্টস, সকল আর্থিক প্রতিষ্ঠান, এটিএম বুথ, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান এই সুবিধার আওতাভুক্ত থাকবে।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়ের প্রধান উৎস এই হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি। তবে করোনা মহামারীর কারণে অনেক নাগরিক সময়মত কর পরিশোধ করতে পারে নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ