২৪ অক্টোবর ২০২৫

৩২৯ প্যাকেট বিদেশি সিগারেটসহ চোরাকারবারী র‌্যাবের জালে ধরা

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে অভিযান চালিয়ে ৩২৯ প্যাকেট বিদেশি সিগারেটসহ মো. নিজাম উদ্দিন (২৪) নামে এক চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (২৮ জুলাই) নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নিজাম কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার মানরা এলাকার মো. মাহবুবুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, র‌্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, আটক নিজাম নগরীর পাঁচলাইশ থানার নবাব ভোজ রেস্তোরাঁর সামনে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা বিদেশি সিগারেট বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ অভিযান পরিচালনা করে তাকে আটক করে ।

পরবর্তীতে আটক আসামির হেফাজতে থাকা ২টি প্লাস্টিকের ব্যাগ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের ৩২৯ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট বিক্রয়ের জন্য সংগ্রহ করে মজুদ করতো। পরে চট্টগ্রাম শহরের অসাধু ব্যবসায়ীসহ বিভিন্ন লোকদের নিকট এসব সিগারেট পাইকারী ও খুচরায় বিক্রি করতো।

পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধারকৃত বিদেশি সিগারেটসহ আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন