২৩ অক্টোবর ২০২৫

৩৪ ঘণ্টার অনশনে চারুকলা ফিরবে চবি ক্যাম্পাসে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে টানা দুই দিন ধরে আমরণ অনশন পালন করেন নয়জন শিক্ষার্থী। তাঁদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশেষে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬১তম জরুরি সিন্ডিকেট সভায় ইনস্টিটিউটটি মূল ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে রাত ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. কামাল উদ্দিন আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে সিন্ডিকেটের সিদ্ধান্ত তুলে ধরেন।

সিদ্ধান্ত অনুযায়ী, চারুকলা ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তর করা হবে। নগর এলাকার স্থাপনাগুলোকে ছাত্রাবাস হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চারটি নতুন বিভাগ নিয়ে চারুকলা অনুষদ গঠনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

নগরে অবস্থিত ইনস্টিটিউটের স্থাপনাগুলোর সুরক্ষা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে কোনো ব্যক্তি ইনস্টিটিউটের সম্পত্তি দখলে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

এছাড়া, সরকারি গেজেট বা নথিপত্র নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে সিদ্ধান্ত কার্যকর করার নির্দিষ্ট সময় জানানো না হওয়ায় শিক্ষার্থীরা প্রথমে অনশন ভাঙতে অস্বীকৃতি জানান। পরে প্রশাসনের আশ্বাসে রাত দেড়টার দিকে দীর্ঘ ৩৪ ঘণ্টার অনশন কর্মসূচি শেষ করেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সিদ্ধান্তটি চূড়ান্ত। শিক্ষকরা সহযোগিতা করলে পুরাতন কলা অনুষদ ভবনেই চারুকলার ক্লাস দ্রুত শুরু করা সম্ভব হবে।

পিএন/এআরই/বাংলাধারা

আরও পড়ুন