২৭ অক্টোবর ২০২৫

৩৭৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার রেলের আড়াই একর জায়গা

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের পাহাড়তলীতে অভিযান চালিয়ে রেলের জায়গা দখল করে গড়ে ওঠা ৩৭৭টি পাকা, সেমিপাকা ও টিনশেড স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ২ দশমিক ৩৭ একর জায়গা।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে টিকেট প্রিন্টিং প্রেস (টিপিপি) কলোনী ও তার আশেপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিমের নেতৃত্বে এ অভিযানে আরও উপস্থিত ছিলেন রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী শাকের আহুমদ, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. শহিদুজ্জামান।

রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম বাংলাধারাকে বলেন, পাহাড়তলীর টিপিপি কলোনীতে বিপুল পরিমাণে জমি দখল করে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি গড়ে তোলে প্রায় এক হাজার ২৫০ জন অবৈধ দখলদার।  রেলের এসব জায়গা উদ্ধারে অভিযান চালিয়ে ২ দশমিক ৩৭ একর জায়গা উদ্ধার করা হয়।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ