বাংলাধারা প্রতিবেদক »
ফেনীতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকারও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ফেনী মডেল থানার মধ্যম রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো— কুমিল্লার চান্দিনা থানার গলনাই এলাকার মো.আক্তার হোসেনের ছেলে ফারুক হোসেন (১৮) এবং সিলেটের গোয়াইনঘাট থানার সংখোলা থানার মো. ফারুকের ছেলে মো. মাছুম (২০)। জব্দ গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশির মাধ্যমে একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজাসহ আসামিদের আটক করে র্যাব। সেই সাথে প্রাইভেটকারটিও জব্দ করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা বলে জনান তিনি।
আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা ড্রাইভিং পেশার আড়ালে, আটকরা দীর্ঘদিন ধরে সুকৌশলে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পরবর্তীতে তা ফেনী চট্টগ্রামসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
আটক আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাধারা/এসআরটি












