৩১ অক্টোবর ২০২৫

৪০ হাজার মার্কিন ডলারসহ নারী হুন্ডি ব্যবসায়ী আটক

বাংলাধারা ডেস্ক »

বেনাপোলে ৪০ হাজার ৪শ’ মার্কিন ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপিসহ এক নারী হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খবর ইউএনবি’র।

আমড়াখালী এলাকা থেকে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সুরাইয়া বেগম (৫০) ঢাকার উত্তরার বাসিন্দা মো. শাহ আলমের স্ত্রী।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, ঈদের ছুটিতে ভারতে ভ্রমণ শেষে বাংলাদেশিদের দেশে ফেরাকে কেন্দ্র করে ভিড়ের আড়ালে অসাধু চোরাকারবারিরা হুন্ডি, মাদক ও স্বর্ণ পাচার করতে পারে এই ধারণা থেকে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়।

শনিবার রাত ১০টার দিকে আমড়াখালী চেকপোস্টে কর্মরত নায়েক সুবেদার মো. শাহীন মিয়ার নেতৃত্বে তল্লাশি অভিযান চালানো হয়।

এ সময় বেনাপোল থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৪০ হাজার ৪০০ মার্কিন ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপিসহ আন্তর্জাতিক নারী হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়। আটক সুরাইয়ার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ

আরও পড়ুন