বাংলাধারা প্রতিবেদন»
আনোয়ারায় টানা ৪১ দিন মসজিদে জামায়াত সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৭ কিশোরকে সাইকেল ও জায়নামাজ এবং ১৪ কিশোরকে একটি করে টেবিল ফ্যান ও জায়নামাজ পুরস্কৃত করেছেন মসজিদ পরিচালনা কমিটি।
ব্যাতিক্রমী এ পুরস্কারের আয়োজন করেছেন আনোয়ারার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের হযরত আবু বকর ছিদ্দিক (রহ.) জামে মসজিদ পরিচালনা কমিটি।
শুক্রবার জুমার নামাজের পর ১৪ থেকে ১৮ বছর বয়সি ২১ জন কিশোরকে তুলে দেন।
উদ্যোগের সমন্বয়ক ও মসজিদ পরিচালনা কমিটির সদস্য মো. হাফিজ উদ্দিন এই আয়োজনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাছির মোহাম্মদ এন্ড কোম্পানী চার্টার্ড একাউ্ন্ট্যান্টসের প্রিন্সিপ্যাল মুহাম্মদ নুরুল হুদা মনসুরী এফসিএ। উদ্বোধক ছিলেন মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ঝি.বা.শি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাহের চৌধুরী, ব্যাংকার মুহাম্মদ সিরাজুল ইসলাম, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, সাংবাদিক এম. নুরুল ইসলাম ও খালেদ মনছুরসহ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোর ও তরুণ প্রজন্মকে মসজিদ ও নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এমন আয়োজন যেন দেশের সব মসজিদেই হয় সে আশা প্রকাশ করেছেন তারা।
এসময় অনুষ্ঠানের সভাপতি মো. হাফিজ উদ্দিন তাদের মসজিদে ১ বছর জামায়াত সহকারে এলাকার কোন কিশোর নামাজ আদায় করলে তাকে ফ্রি ওমরা হজ্বের ব্যবস্থা করার ঘোষণা দেন।
বাংলাধারা/এফএস/এফএস













