২৫ অক্টোবর ২০২৫

৪৩ প্রকল্পের উদ্বোধন ও ৫টির ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং দলটির সভাপতি শেখ হাসিনা। সেখানে তিনি জেলার ৪৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

৪৮টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ৩০টি, কৃষি সম্প্রসারণ অধিদফতরের চারটি, শিক্ষা প্রকৌশল অধিদফতরের তিনটি, কোটালীপাড়া উপজেলা পরিষদের দুটি, গোপালগঞ্জ পৌরসভার দুটি, গণপূর্ত বিভাগের দুটি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের দুটি, কোটালীপাড়া পৌরসভার একটি, গোপালগঞ্জ জেলা পরিষদের একটি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়লের একটি প্রকল্প রয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী কোটালীপাড়া তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন। তিনি কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথির বক্তব্য দেবেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। ইতোমধ্যে জনসভাস্থল কানায় কানায় ভরে গেছে। গোপালগঞ্জসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন জনসভায়। এর আগে ২০১৮ সালে কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠে প্রধানমন্ত্রী জনসভায় বক্তব্য দিয়েছিলেন। চার বছরের বেশি সময় পর প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় এলেন।

এর আগে সকালে উদ্বোধনের পর ষষ্ঠবারের মতো পদ্মা সেতু দিয়ে নিজ জেলা গোপালগঞ্জ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাড়ি বহরের ১২টি গাড়ির জন্য ১১ হাজার ৬৫০ টাকা টোল দিয়ে সেতু পার হন তিনি।

আরও পড়ুন