চবি প্রতিনিধি »
উৎসবমুখর পরিবেশে আয়োজিত হলো উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জাদুঘর প্রাঙ্গনে সকাল ১১টায় আনুষ্ঠানিক আলেচনার মাধ্যমে শুরু হয় এ আয়োজন।
অনুষ্ঠানে সকলের প্রাণবন্ত অংশগ্রহণ আরও আনন্দময় এক পরিবেশের সৃষ্টি করে। এতে আলোচনায় সিইউআরএইচএস সৃষ্টির অভিজ্ঞতা শেয়ার করেন প্রতিষ্ঠাকালীন সদস্যরা।
সিইউআরএইচএস’র প্রতিষ্ঠাতা তাকবীর হোসেন বলেন, আমরা একসাথে যা অর্জন করেছি তার জন্য গর্বিত। একটি গবেষণা সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে আমাদের দল আমাদের ক্যাম্পাসে এবং সারা দেশে একটি বিপ্লব এনেছে। তরুণদের উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন বাস্তবায়নের জন্য ক্ষমতায়নের মাধ্যমে, আমরা বিশ্বাস করি যে আমরা বিশ্বে স্থায়ী প্রভাব ফেলতে পারি এবং সবার জন্য একটি উন্নত ভবিষ্যত তৈরি করতে পারি।
তিনি আরও বলেন, আমি আমাদের দলের সদস্যদের তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং আমাদের প্রতিষ্ঠানের সাফল্যে অবদানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। তারা না থাকলে আমরা আমাদের যা কিছু আছে তা অর্জন করতে পারতাম না। আমি আশা করি যে তারা একই আবেগ এবং প্রতিশ্রুতি ভাগ করে যা এক ইতিবাচক পরিবর্তন এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে একটি পার্থক্য তৈরি করবে। সমানের দিনগুলোতে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে যাবে এই সংগঠন।
অনুষ্ঠানে সিইউআরএইচএস এর সভাপতি মাহমুদ শরীফ বলেন, সেই ছোট্ট একটি গ্রুপ থেকে বর্তমানে প্রায় ৬০,০০০ সদস্যের পরিবারে পরিণত হয়েছে সিইউআরএইচএস। দীর্ঘ ৪ বছরে আমরা ক্রমাগত পরিবর্তন ও উন্নয়নের মধ্যে দিয়ে আজকের এই অবস্থানে এসেছি। এই সংঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা কাজ করে আসছে এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞ । সংগঠনের সদস্যদের ও অন্যদের ভালো খবর শুনলে আমাদের ভালো লাগে। সংগঠনের নবীন সদস্যদের উদ্দেশ্যে বলেন , আমি বিশ্বাস করি তোমাদের হাত ধরেই অনেকদূর এগিয়ে যাবে সিইউআরএইচএস।
অনুষ্ঠানে সিইউআরএইচএস এর প্রতিষ্ঠাতা, সভাপতির পাশাপাশি এক্সিকিউটিভ মেম্বারও জেনারেল মেম্বারসহ প্রায় ৬০জন সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন। এরপর ফটোসেশান এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রসঙ্গত, চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি গবেষণা ও উচ্চশিক্ষামূলক বিভিন্ন সেশন, সেমিনার, কর্মশালা, প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এই সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাঙ্গনে গবেষণা কার্যক্রম প্রসারে কাজ করে যাচ্ছে।













