২৫ অক্টোবর ২০২৫

৪ লাখ টাকার জন্য ১৯ ঘণ্টা লাশ আটকে রেখেছিল চট্টগ্রাম মেডিকেল সেন্টার

বাংলাধারা প্রতিবেদক »

৪ লাখ টাকার জন্য ১৯ ঘণ্টা এক নারীর লাশ আটকে রেখেছিল নগরীর ও আর নিজাম রোড এলাকার চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল।

জানা গেছে, শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শামসুন নাহার (৪০) নামে এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে।

আরও জানা যায়, ৪০ বছর বয়সী শামসুর নাহার করোনা আক্রান্ত হন ৩৬ দিন আগে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় নগরীর বেসরকারি হাসপাতাল `মেডিকেল সেন্টারে ।’ সাধারণ রোগী ক্যাটাগরিতে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে গত ২৫ দিন আগে তাকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে।

গতকাল (শুক্রবার) আইসিইউতেই তার মৃত্যু হয়। কিন্তু সেই লাশ এখনো স্বজনরা বুঝে নিতে পারছেন না হাসপাতালের বিল বাকী থাকায়।

মারা যাওয়া ওই নারী নগরের হামজারবাগের বাসিন্দা। তার স্বামী সৌদি প্রবাসী।

ওই নারীর স্বজন সূত্রে জানা যায়, চিকিৎসার শুরু থেকে মারা যাওয়া পর্যন্ত বিল দেওয়া হয় ১৪ লাখ ৬২ হাজার ৬৮৪ টাকা। এর মধ্যে সাড়ে ৪ লাখ টাকা আগেই জমা দিয়েছিল পরিবার। শুক্রবার রাত ২টার দিকে আরও ৬ লাখ টাকা জমা দিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ পুরো টাকা দিয়ে লাশ বুঝে নেওয়ার কথা বলে।

পরে আরও দুই লাখ টাকা জমা দিয়ে বাকি টাকার জন্য একটি ব্যাংক চেক দিলে শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে স্বজনদের লাশ বুঝিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিযোগের বিষয়ে জানতে মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মনিরুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন