২৮ অক্টোবর ২০২৫

৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান পাবেন বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা

বাংলাধারা ডেস্ক »

বিশ্বের আর্ন্তজাতিক বন্দর গুলোর মধ্যে চট্টগ্রাম বন্দর ৫৮তম স্থান অর্জন করায় এবং বন্দর দিবস উপলক্ষে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে।

২৯ মার্চ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানান, করোনা মহামারীতে সপ্তাহে ৭ দিন এবং ২৪ ঘন্টা সেবা দিয়ে গেছে চট্টগ্রাম বন্দরে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। তা উৎসাহ প্রদানের লক্ষ্যে বন্দরের সকলকে কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে জনপ্রিয় ৫০ হাজার টাকা করে প্রদান করা হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন