২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের স্মরণে এখন থেকে প্রতি বছর ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে। এই ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “২০২৪ সালের অভ্যুত্থানে দেশজুড়ে সাধারণ মানুষ একতাবদ্ধ হয়েছিল। সেই ঐক্যের চেতনা ধরে রাখতে এবং উদযাপন করতে জুলাইয়ের শুরু থেকেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।”
ফারুকী আরও জানান, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে মূল ইভেন্টগুলো। এর মধ্যেই ৫ আগস্টকে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে।
উপদেষ্টার সঙ্গে ওই সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে রয়েছে—বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের প্রস্তাব। এই উদ্দেশ্যে সি আর আবরারের নেতৃত্বে একটি তদন্ত ও সুপারিশ কমিটি গঠিত হবে। কমিটি রাজনৈতিক দলীয় স্বার্থে অতীতে দেওয়া টিভি চ্যানেলের লাইসেন্স খতিয়ে দেখবে এবং ভবিষ্যতের জন্য একটি নীতিমালাও প্রণয়ন করবে।
এছাড়াও, ৫ আগস্টের আগে ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণার প্রস্তুতি নিতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রোক্লেমেশন চূড়ান্ত করবে।
এআরই/বাংলাধারা