৩০ অক্টোবর ২০২৫

৫ জুন থেকে হজ ফ্লাইট

বাংলাধারা ডেস্ক »

এ বছর হজে যেতে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা। ৩১ মে এর পরিবর্তে আগামী ৫ জুন থেকে দেশে হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি সরকারের অনুরোধের প্রেক্ষিতে আজ (২৪ মে) মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয়েছিল, ৩১ মে থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য হজ ফ্লাইট পরিচালনা করা হবে। তবে এ তারিখ পুনর্নির্ধারণের জন্য সোমবার (২৩ মে) বাংলাদেশকে চিঠি পাঠায় সৌদি কর্তৃপক্ষ।

এ বছর বিমানের ৭৫টি ফ্লাইট ৩১ হাজার হজযাত্রী বহন করবে; সৌদিয়া এয়ারলাইন্সও একই পরিমাণ যাত্রী বহন করবে। এ বছর হজে যেতে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।

এর আগে ২০১৯ সালে, হজযাত্রীদের জন্য নির্ধারিত বিমান ভাড়া ছিল এক লাখ ২৮ হাজার টাকা। বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন এবার।

গত ৯ এপ্রিল এক বিবৃতিতে সৌদি আরব জানায়, এ বছর ১০ লাখ মানুষ হজ করার সুযোগ পাবেন। তবে এর জন্য হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিম্নে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকতে হবে।

এছাড়াও সৌদির বাইরে থেকে আসা হজযাত্রীদের রওনা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। করোনা মহামারির কারণে গত বছর মাত্র ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন। মহামারির আগের বছরগুলোতে হজযাত্রীদের সংখ্যা ২৫ লাখেও পৌঁছে যেত।

আরও পড়ুন