বাংলাধারা প্রতিবেদন »
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা প্রদেশের ওয়াদি শামস এলাকায় বৃষ্টির পানিতে পাহাড়ি ঢলে গাড়ি উল্টে ভেসে যাওয়ার ৬ দিন পর আরব সাগরের ওমানের সীমান্ত এলাকায় মিললো রাঙ্গুনিয়া প্রবাসী মো. ইদ্রিছের (৪০) লাশ।
ইদ্রিছের লাশ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানা যায়।
মো. ইদ্রিছ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আফজাল পাড়ার আহমদ জলিলের ছেলে। তার স্ত্রী ও ২টি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, মো. ইদ্রিছ জীবিকার সন্ধানে এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। গত ১১ জানুয়ারি (শনিবার) গাড়ি নিয়ে কাজে যাওয়ার পথে তার সহকর্মীসহ বৃষ্টির পানিতে পাহাড়ি ঢলের মুখে পড়ে গাড়ি উল্টে গিয়ে ভেসে যাওয়ার সময় গাড়ি থেকে লাফিয়ে পড়ে ইদ্রিছ। গাড়ি ভেসে যাওয়ার সময় অন্য জনকে স্থানীয়রা উদ্ধার করলেও নিখোঁজ থাকেন ইদ্রিছ। দীর্ঘ ৬ দিন ধরে তাকে আশেপাশের বিভিন্ন এলাকাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর আরব সাগরের ওমান সীমান্তে তার লাশের সন্ধান পায় স্থানীয় পুলিশ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













