২৯ অক্টোবর ২০২৫

৭২ ঘন্টার আল্টিমেটামে চবি ছাত্রলীগের অবরোধ প্রত্যাহার

চবি প্রতিনিধি »

ছাত্রলীগের দুই নেতাকে মারধরের অভিযোগে দীর্ঘ ১১ ঘণ্টা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের উপগ্রুপ ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) ডাকা অবরোধ কর্মসূচি স্থগিত করেছ।

বুধবার (১ জুন) দুপুর দুইটায় হামলায় জড়িত সকলকে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হাটহাজারী থানা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে তারা।

বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, আমার নেতা আ জ ম নাছির উদ্দীন আমাকে ফোন দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হয় তার নির্দেশনা দিয়েছেন। নাছির ভাইয়ের নির্দেশ এবং শিক্ষার্থীদের কাল্যাণার্থে আমরা অবরোধ স্থগিত করেছি। আমরা দোষীদের গ্রেফতার করতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। বাকিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করলে আমরা আবারও আন্দোলনে যাবো।

এর আগে দুপুর সাড়ে ১২টায় মারধরে অভিযুক্ত মোহাম্মদ হানিফকে পুলিশ হেফাজতে নেয় হাটহাজারী থানা পুলিশ। এর পাশাপাশি হামলার ঘটনায় অভিযুক্ত বাকিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দেয় প্রশাসন। যার প্রেক্ষিতে আন্দোলন থেকে সরে দাঁড়ায় নেতাকর্মীরা।

এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ইতোমধ্যে ঘটনায় জড়িত একজনকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে। সব কিছু এখন স্বাভাবিক। বিকেল ৪টা থেকে নির্ধারিত শিডিউলে শাটল ট্রেন চলবে। আগামীকাল থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩১ মে) দিবাগত রাতে ছাত্রলীগের উপগ্রুপ ভিএক্স গ্রুপের দুই নেতাকে মারধরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দেয়। শাটল ট্রেন বন্ধসহ আন্দোলনকারীদের বাধার মুখে সকালে ক্যাম্পাস থেকে শিক্ষকদের কোনো বাস শহরে যেতে পারেনি। বন্ধ রয়েছে ক্যাম্পাসে রিকশা ও সিএনজি চলাচলও। এতে পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষা স্থগিত করে বিভিন্ন বিভাগ।

বাংলাধারা/এসএস

আরও পড়ুন