সন্দ্বীপ প্রতিনিধি »
গতকাল থেকেই সন্দ্বীপে গড়া ১১ কিঃমিঃ বেড়িবাঁধ পরিদর্শন করেছি, এখানে আরও ২২ কিঃমিঃ বেড়িবাঁধ’র প্রয়োজন এবং এ কাজে মোট ব্যয় আসবে ৭৪১ কোটি টাকা। অচিরেই নুতন করে আরও ৭৪১ কোটি টাকা বরাদ্দ করে সন্দ্বীপ রক্ষার্তে কার্যকর বেড়িবাঁধ সহ বেড়িবাঁধের উপর দিয়ে রিংরোড সহ সোডিয়াম লাইট স্থাপন করা হবে। সুপেয় নিরাপদ পানির জন্য আগামী একবছরে ৪০০টি গভীর নলকূপ দেয়া হবে সন্দ্বীপে এবং পানি উন্নয়ন বোর্ডের সাব-ডিভিশন পূনরায় করা হবে সন্দ্বীপে।
দু’দিনের সফরে এসে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স মাঠে দ্বীপবন্ধু মোস্তাফিজুর রহমান স্মৃতি বৃত্তি-২০১৯’র বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এসব কথা বলেন।
শিক্ষার্থী শিক্ষক সহ উপস্থিত বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের উদ্দেশ্যে বলেন, আজ সন্দ্বীপ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আসা জাতীয়গ্রীডের বিদ্যুৎ’র আলোয় আলোকিত সন্দ্বীপ। কিছুদিন আগেও কি এটা কল্পনা করতে পেরেছিলেন আপনারা সন্দ্বীপবাসী? সমশ্বরে সবাই না বললে পানিসম্পদ উপমন্ত্রী সকলের উদ্দেশ্যে বলেন ‘শেখ হাসিনার হাতে দেশ আর পেছাবেনা বাংলাদেশ ‘। আমাদের নেত্রী বিশ্বে সেরাদের সেরা প্রধানমন্ত্রী, আপনারা ওনার জন্য দোয়া করেন, তিনি সুস্থ এবং ক্ষমতায় থাকলে আমাদের কল্পনাতীত সকল উন্নয়ন’ই তিনি করবেন যার সুফল পাবে সমগ্র দেশবাসী।
অনুষ্ঠান থেকে ‘সন্দ্বীপ-উড়িরচর-কোম্পানিগঞ্জ’ হয়ে বাঁধ সড়কের মাধ্যমে সন্দ্বীপ কে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের বাদী তোলা হলে মন্ত্রী সকলকে আশ্বস্ত করে বলেন, আমরা অবশ্যই এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতি দেশ সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই এবং সেটি অবশ্যই সুশিক্ষা, এবং তোমাদেরকে বিজ্ঞান তথ্য ও বাস্তব ভিত্তিক সুশিক্ষা গ্রহণ করতে হবে তবেই মানুষ হতে পারবে সমাজ সচেতন হতে পারবে। আর সমাজ সচেতন মানুষ দেশ গঠনের অন্যতম প্রধান উপকরণ, যেমনটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি মানুষ বুঝতেন বলেই মানুষের অধিকার বুঝতেন, অধিকার বুঝতেন বলেই মানুষ হিসেবে মানুষের অধিকারের সংগ্রামে এসে নেতৃত্ব দিয়েছেন এবং তাঁর নেতৃত্বেই হাজার বছরের অবহেলিত নিপীড়িত নিষ্পেষিত জাতি বাঙ্গালীর মুক্তির স্বাদ, একটি স্বাধীন স্বার্বভৌম ভূমি ও লাল-সবুজের পতাকার মালিকানা পেয়েছে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) এর সাংসদ মাহফুজুর রহমান মিতা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাঈনউদ্দিন মিশন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদৌশী সম্ভোধী চাকমা, সীতাকুণ্ড সার্কেল এএসপি সালেহ মোহাম্মদ শামসুদ্দিন, সখিপুর উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাউছার মোল্লা, সদস্য আসাদুজ্জামান খোকন।
বাংলাধারা/এফএস/টিএম













