১০ নভেম্বর ২০২৫

৭ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা সূচনা ইন্টারন্যাশান্যালের

বাংলাধারা প্রতিবেদক»

মিথ্যা ঘোষনায় সিগারেট আমদানি করে ৭ কোটি ১১ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করে চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান সূচনা ইন্টারন্যাশানাল। সংযুক্ত আরব আমিরাত থেকে খেঁজুর ঘোষণায় ৫৫ লাখ ৫২ হাজার শলাকা সিগারেট আমদানি করে প্রতিষ্ঠানটি।

গত রোববার (২৪ এপ্রিল) কায়িক পরীক্ষার জন্য সংযুক্ত আরম আমিরাত থেকে আসা পণ্যচালানটি কায়িক পরীক্ষা করে চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর টিম। শতভাগ কায়িক পরীক্ষা পরিচালনা ২৭৭২ টি কার্টনের মধ্যে ১৯৮৩ টি কার্টনে উপরিভাগে খেঁজুর থাকলেও নিচে মোন্ড ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। এছাড়া বাকি ৭৮৯ টি কার্টনে পাওয়া যায় খেঁজুর। মিথ্যা ঘোষনায় আমদানিকৃত সিগারেট ভর্তি কার্টন গুলো জব্দ করে কাস্টমস হাউস।

জব্দকৃত কার্টনগুলোতে মোন্ড ব্র্যান্ডের সর্বমোট ৫৫ লাখ ৫২ হাজার ৪০০ শলাকা সিগারেট ও এবং ১১,৮৫৬ কেজি খেঁজুর পাওয়া যায়। যার মধ্যে সিগারেট গুলো আনুমানিক বাজার মূল্যে ১ কোটি ‍১৯ লাখ টাকা যেখানে ৭ কোটি ১১ লাখ টাকা রাজস্ব ফাকিঁর চেষ্টা করে আমদানিকারক প্রতিষ্ঠান সূচনা ইন্টারন্যাশান্যাল।

এই বিষয়ে চট্টগ্রাম হাউসের কমিশনার ফখরুল আলম জানান,ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।এছাড়া কাস্টমস আইন ১৯৬৯ ও প্রচলতি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন