২৪ অক্টোবর ২০২৫

৭ দিনে ১৩ করোনা রোগী পেল আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশনের অক্সিজেন সেবা

আনোয়ারা প্রতিনিধি »

বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের ছুনিয়ারা বেগম (৬৫)। করোনা পজেটিভ হয়ে শ্বাসকষ্টে ভুগছিলেন। তার স্বজনরা ফোন করলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশনের বিনামূল্যের অক্সিজেন সরবরাহ হটলাইনে। কিছুক্ষণের মধ্যেই অক্রিজেন নিয়ে পৌঁছে যায় স্বেচ্ছাসেবীরা। এভাবে হটলাইনে ফোন পেয়ে স্বেচ্ছাসেবীরা ছুটে যান বারশত কালবিাড়ীর সত্তরোর্ধ বৃদ্ধ শামসুল আলমের কাছে।

এভাবে গত ৭ দিনে ১৩ জন করোনা রোগীকে বিনা মূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হয়েছে। সে সাথে অক্সিজেন ফুরিয়ে গেলে রিফিলও করে দেয়া হচ্ছে।

এদিকে আনোয়ারায় পাল্লা দিয়ে বাড়ছে করোণা সংক্রমন। মৃত্যুর ঘটনাও ঘটছে। চট্টগ্রাম শহরের হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ফলে এখন করোনা রোগীদের বেশিরভাগ নিজ বাসা-বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বাসা-বাড়িতে চিকিৎসা নেয়া রোগীদের মধ্যে যারা শ্বাসকষ্টে ভুগছেন তাদের কষ্টের যেন শেষ নেই। এক্ষেত্রে এগিয়ে এসেছেন আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন।

আখতারুজ্জামান চৌধুরী বাবুর মেঝ ছেলে ও ইউসিবি’র ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রণির অর্থায়নে প্রাথমিকভাবে ২০টি সিলিন্ডার নিয়ে করোনা রোগীদের জন্য বিনামূল্যের এই সেবা শুরু করেছেন। করোনাকালে তাদের এই সেবা সাধারণ মানুষের কাছে প্রশংশিত হচ্ছেন। আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ অক্সিজেন সেবার বিষয়টি সমন্বয় করছেন।

তিনি বলেন, আনোয়ারা উপজেলার করোনা রোগীদের করোনাকালে শ্বাসকষ্টের কথা চিন্তা করে ২০টি সিলিন্ডার নিয়ে আমারা বিনামূল্যের এই অক্সিজেন সেবার কার্যক্রম শুরু করেছি। আমাদের হটলাইনে ফোন করলেই উপজেলার যে প্রান্তেই হোক স্বেচ্ছাসেবকরা পৌঁছে যাচ্ছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন