৫ নভেম্বর ২০২৫

৭ মার্চ উপলক্ষে ২০০ অসহায়কে খাদ্যসামগ্রী দিল যুবলীগ নেতা দেবাশীষ পাল

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২০০ অসহায় শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে নগরীর ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের ফিশারীঘাটের পুরাতন মাছ বাজার চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় যুবলীগ নেতা মারুফ আহমেদের সভাপতিত্বে ও অপু দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর ও মহানগর মৎস্য আড়তদার সমিতির সভাপতি শামসুল হক এবং মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও মানব কল্যান বিষয়ক সম্পাদক জালালউদ্দীন ইকবাল বলেন, বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিকে সমুন্নত রেখে গেরিলা যুদ্ধের মাধ্যমে কিভাবে দেশ স্বাধীন করতে হবে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের মাধ্যমে এ পথ বাতলে দিয়েছিলেন। বাঙালি জাতির মুক্তির পথ স্পষ্ট করে দিয়েছিলেন অনন্তকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের মাধ্যমে। এ ভাষণ আমাদের মুক্তির মন্ত্র, সংগ্রামের চেতনা, আত্মত্যাগের প্রেরণা।

এ সময় দেবাশীষ পাল দেবু বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জ্বীবিত। কোনো ধরনের আপোসের পথে না গিয়ে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে ৩০ লাখ মানুষজীবন উৎসর্গ করে, যা বিশ্ব ইতিহাসে নজীরবিহীন।

দেবাশীষ পাল দেবু আরও বলেন, শ্রেষ্ঠ ভাষণের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, নেতৃত্বের সর্বোচ্চ দেশাত্ববোধ, সুনির্দিষ্ট লক্ষ্যে স্থির এবং লক্ষ্য অর্জনে স্পষ্ট দিকনির্দেশনা। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরীণ ঔপনিবেশিক শাসন-শোষণ ও নিয়ন্ত্রণ থেকে বাঙালির জাতীয় মুক্তি।

আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম যুবলীগের বিভিন্ন শ্রেণির নেতাকর্মীরা। তাদের মধ্যে উল্লেখ যোগ্য হলেন- সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, আবদুল মতিন, রায়হান নেওয়াজ সজীব, মোঃ ইমতায়াজ বাবলা, এস.এম. রাশেদ চৌধুরী, হরিলাল দাশ, প্রদীপ দাশ, অদির দাশ, ফরহাদ আব্দুল্লাহ্, মোঃ ইসমাঈল, নুরুল ইসলাম রাসেল, সাজ্জাদ আলী জুয়েল, মারুফুল ইসলাম মারুফ, মোঃ সাজিবুল ইসলাম সজিব, রমজান আলী, মোস্তফা মামুন ভূঁইয়া, তানভীর হাসান, ওয়াহেদ রুবেল, মোঃ রাশেদ, মোঃ শহীদুল্লাহ শহীদ, মোঃ শোয়েব, মাকসুদুর রহমান, মোঃ আরাফাত, মোঃ মাসুম, নুর শরীফ রকি,নাজমুল হক নোমান, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, ইফতেখার উদ্দিন ইফতি, হারুনুর রশীদ সামিউল, সৌরেন বড়ুয়া রিও, প্রান্তি ভট্টাচার্য, পলাশ চক্রবর্তী, মাইনুল হাসান সোহান, সুমন দাশ, আব্দুল শুক্কুর, নজরুল ইসলাম টিপু, মোঃ আকিল, মামুন হোসেন আবির, শহীদুল আলম শহীদ, সজীব কান্তি দাশ, মোঃ ইয়ামিন, ডিবলু দাশ, আব্দুলাহ্ আল হাসান ইফতি, টারজান, সাগর, ফারুক, আসিফ, রবি, রাকিব, শাকিল, সানি, দ্বীপসহ অনেকেই।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ