২৪ অক্টোবর ২০২৫

৭ মাস ধরে বেতন নিয়ে গড়িমসি, ইনোভেটিভ ফার্মার মালিক শহীদুলের বিরুদ্ধে ম্যানেজারের জিডি!

জিয়াউল হক ইমন »

বেতন পরিশোধে গড়িমসি ও অন্যায়ভাবে অব্যাহতি দিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ইনোভেটিভ ফার্মার মালিক কাজী মো. শহীদুল হাসানের বিরুদ্ধে। অভিযোগটি তুলেন কোম্পানিটির সাবেক রিজিওনাল ম্যানেজার আতাউর রহমান শোহেব।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে ভুক্তভোগী আতাউর রহমান শোহেব বাংলাধারাকে বলেন, আমার কষ্টার্জিত বেতনের টাকা পরিশোধ করছে না ইনোভেটিভ ফার্মার মালিক। আমার টাকা না পেলে আমি মানবাধিকার সংগঠনের কাছে যাবো এর বিচার চেয়ে।

এ ঘটনায় গত বছরের ৬ জুলাই বেতনের টাকা নিয়ে গড়িমসি ও টাকা চাইলে অন্যায়ভাবে অব্যাহতি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে নগরীর পাঁচলাইশ থানায় তিনি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সাত মাস পেরোলেও এখনও বেতনের টাকা হাতে পায়নি ইনোভেটিভ ফার্মা’র সাবেক এই কর্মকর্তা।

তবে, অভিযোগ পত্রে দেড় লাখ টাকার কথা উল্লেখ থাকলেও ভুক্তভোগী বর্তমানে ২ লাখ টাকা পাওনা বলে দাবি করেন। কারণ হিসাবে তিনি জানান, ইনোভেটিভে কর্মরত থাকাকালে কোম্পানির মালিক শহীদুল হাসান বেতনের ২ লাখ টাকা থেকে কিছু মাফ করার অনুরোধ করেন। তখন আমি ৫০ হাজার টাকা মাফ করে দিয়েছিলাম। কিন্তু এখনও আমার টাকা পরিশোধ না করে উল্টো হয়রানি ও হুমকি প্রদান করায় আমি পুরো টাকা দাবি করছি।

এ বিষয়ে জানতে ইনোভেটিভ ফার্মার মালিক কাজী মো. শহীদুল হাসানের ব্যবহৃত ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে গত বুধবার বাংলাধারাকে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেছিলেন, বর্তমানে ইনোভেটিভ ফার্মার কোনো অস্তিত্ব নেই।

উল্লেখ্য, গত সোমবার (১৬ জানুয়ারী) প্রতারণা করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ করে উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলবিয়ন ল্যাবরেটরিজ এবং চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকতের বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় প্রধান আসামি করা হয় শহীদুল হাসানকে। ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির মামলাটি তদন্ত করে কাউন্টার টেররিজম সাইবার শাখাকে আগামী ২৭ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন