৩০ অক্টোবর ২০২৫

৭ স্বতন্ত্র পরিচালক পেল সিএসই

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে সাতজনকে চূড়ান্ত করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কমিশন সভা করে তাদের চূড়ান্ত করে বিএসইসি। সিএসইর পাঠানো ১৪ জনের নামের তালিকা থেকে এ সাত স্বতন্ত্র পরিচালক করা হয়েছে।

তাদের মধ্যে রয়েছেন- অধ্যাপক এস এম সালামত উল্লাহ ভূইয়া, এস এম আবু তৈয়ব, মোহাম্মদ আব্দুল মালেক, সোহেল মাহমুদ সাকুর, লিয়াকত হোসেন চৌধুরী, আসিফ ইব্রাহিম এবং ব্যারিস্টার আনিতা গাজী ইসলাম।

এর মধ্যে অধ্যাপক এস এম সালামত উল্লাহ ভূইয়া এবং এস এম আবু তৈয়ব দ্বিতীয় দফায় সিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে নিয়োগ পেলেন।

সিএসইর পরিচালনা পর্ষদ সভায় নতুন নিয়োগ পাওয়া এ সাত স্বতন্ত্র পরিচালকের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান করা হবে।

সিএসইর পরিচালন পর্ষদ ১৩ সদস্য নিয়ে গঠিত। এরমধ্যে সাতজন স্বতন্ত্র পরিচালক এবং চারজন শেয়ারহোল্ডার পরিচালক রয়েছেন। বাকি দুইজনের মধ্যে একজন কৌশলগত বিনিয়োগকারীর মনোনীত পরিচালক, অন্যজন পদাধিকার বলে ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন