মিরসরাই প্রতিনিধি »
সাবেক মন্ত্রী, বাংলদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র ৮০তম জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম উত্তজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’কে চট্টলমিত্র ঘোষণা দেয় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজে বর্ষীয়ান এ রাজনীতিবিদের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়।
জানা যায়, বৃহত্তর চট্টগ্রামে আমাদের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি জীবনের প্রতিটিক্ষণ আমাদের জন্য ব্যয় করেছেন। তাঁর ৮০তম জন্মদিন স্মরণীয় করে রাখতে উনার পরিবারের পক্ষ থেকে উপজেলার ১’শ হত দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, উপজেলার বিভিন্ন এতিখানায় খাবার বিতরণ, একজন পঙ্গু ব্যক্তিকে ব্যাটারি চালিত অটোরিক্সা, মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির দূর্লভ ছবি প্রদর্শণ, মানব স্থির চিত্র পদর্শন, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম উত্তজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি জীবেনের সবটুকু সময় চট্টগ্রাম তথা দেশবাসীর জন্য ব্যয় করেছেন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে উন্নয়ন; সবখানে উনার স্মৃতিচিহ্ন পাওয়া যাবে। উনার কর্মকে স্মরণীয় করে রাখতে ৮০তম জন্মদিনে আমরা বর্ষীয়ান এ নেতাকে চট্টলমিত্র উপাধিতে ভূষিত করেছি।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে গেরিলাযোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন। চট্টগ্রাম তথা মিরসরাই থেকে সবচেয়ে বেশী মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিলেন। দুঃখের বিষয় অনেক মুক্তিযোদ্ধা এখনো স্বীকৃতি পায়নি। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে উন্নয়নের গতি কেউ বন্ধ করতে পারবে না। আগামীর বাংলাদেশ হবে র্স্মাট বাংলাদেশ। দেশকে স্মার্ট বাংলাদেশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশিষ পালিত, জসিম উদ্দিন শাহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবর্তী, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহবায়ক মহি উদ্দিন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা, বড় ছেলে সাবেদুর রহমান সমু, মেজো ছেলে মাহবুব রহমান রুহেল, ছোট ছেলে আমিন রহমান রুমেল, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, চট্টগ্রাম উত্তজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, সাবেক সভাপতি বখতেয়ার সাঈদ ইরানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
এর আগে বৃহস্পতিবার সকালে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে এস রহমান ট্রাস্টের উদ্যোগে মিরসরাই উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬১৩ জন কৃর্তি শিার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে প্রাইজবন্ড, সনদ ও ক্রেস্ট তুলে দেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় এস রহমান ট্রাস্টের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।