কক্সবাজার প্রতিনিধি »
বাংলাদেশ সফররত বেলজিয়ামের রানি মাথিলডে ৮ ঘণ্টার সফরে কক্সবাজার পৌঁছেছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বেসরকারি উড়োজাহাজ নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান হতে সড়ক পথে রোহিঙ্গা ক্যাম্পের পথে রওয়ানা দেন তার গাড়িবহর।
সূত্র জানায়, কুতুপালং ক্যাম্প-৫ ও এক্সটেনশন-৪ নানা কার্যক্রম পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচীতে যোগ দেয়ার কথা রয়েছে রানি। দীর্ঘ ৫ ঘণ্টা তিনি ক্যাম্পে অবস্থান করবেন। সোয়া চারটার দিকে তিনি আবার কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হয়ে সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
বেলজিয়ামের রানির আগমনকে কেন্দ্র করে পর্যটন নগরী কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে, সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকার ফকির অ্যাপারেলস নামের একটি কারখানা পরিদর্শন করেন তিনি। এসময় কারখানার কর্মীদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন। সেইসঙ্গে কারখানার অবকাঠামো থেকে শুরু করে উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখেন রানি। পরে রানিকে টি-শার্ট উপহার দেন ফকির অ্যাপারেলসের নারী কর্মীরা।
একইদিন (সোমবার) সকালে এক বিশেষ বিমানে বেলজিয়ামের রানি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রী একে আবুল মোমেন, তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ তাকে স্বাগত জানান।













