২৪ অক্টোবর ২০২৫

৮ মাসের শিশুর মৃত্যু হলো ৩ বছর বয়সী ভাইয়ের গুলিতে

আন্তর্জাতিক ডেস্ক  »

তিন বছর বয়সী ভাইয়ের গুলিতে আট মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের একটি অ্যাপার্টমেন্টে গত শুক্রবার এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে।

হিউস্টনের সহকারী পুলিশ প্রধান ওয়েন্ডি বায়মব্রিজ জানান, শিশুটির তলপেটে গুলি করা হলে অ্যাপার্টমেন্টে থাকা লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে শিশুটির মৃত্যু হয়। আগ্নেয়াস্ত্র বাসার সবার নাগালের মধ্যে না রাখার অনুরোধ জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, ‘অস্ত্র অবশ্যই নিরাপদে রাখা দরকার। এখন আমাদের সবার এই পরিবারের জন্য প্রার্থনা করা উচিত। এটি চরম বেদনাদায়ক ঘটনা।’

প্রথমে ঘটনাস্থলে গিয়ে পুলিশের তদন্তকারী দল বন্দুকটি না পেলেও পরে যে গাড়িতে করে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয় সেই গাড়ি থেকে বন্দুক উদ্ধার করে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন