২৪ অক্টোবর ২০২৫

৯৯৯–এ ফোন করায় বেঁচে গেল দুই প্রাণ!

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম নগরীর নয়াবাজার বিশ্বরোডের কাঁচাবাজারে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। বিষয়টি সুমন নামের এক পথচারী ৯৯৯ নাম্বারে যোগাযোগ করে জানালে ছুটে আসেন হালিশহর থানার এসআই সতেজ বড়ুয়া। সেখানে গিয়ে দেখতে পান ভারসাম্যহীন ওই নারী প্রসব যন্ত্রণায় অচেতন অবস্থায় পড়ে আছেন।

পরে ৯৯৯ নাম্বারে কল দেওয়া সেই পথচারীর সহযোগিতায় ওই নারীরকে হাসপাতালে ভর্তি করান তিনি। সেখানেই জন্ম নেয় এক ফুটফুটে ছেলে সন্তান।

সোমবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ব্র্যাক মেটারনিটি সেন্টারে শিশুটির জন্ম হয়। পরে বাচ্চা এবং বাচ্চার মায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এসআই সতেজ বলেন, ঘটনাটি ৯৯৯ এ ফোন করে জানিয়েছিলেন সুমন নামের এক পথচারী। পরে সুমন ও লাইটহাউজ কনসোর্টিয়াম এনজিওর একজন পরিচালকসহ অন্যান্যদের সহায়তায় ওই নারীকে রাস্তা থেকে তুলে ব্র্যাক মেটারনিটি সেন্টারে ভর্তি করাই। বিকেলে সেখানে নেয়ার পর একটি ছেলে সন্তান প্রসব করে তিনি।

‘বাচ্চা ও মায়ের দেখাশুনা করার জন্য লাইটহাউজ কনসোর্টিয়াম এনজিওর কর্মী শারমিনকে সাথে নিয়েছিলাম আমরা। বাচ্চা এবং বাচ্চার মায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বাচ্চাটিকে দেখাশুনার জন্য আপাতত স্থানীয় এক দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছে।’

এসআই সতেজ বড়ুয়া বলেন, আগামীকাল বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে। মানসিক ভারসাম্যহীন প্রসূতি মা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন